রাঙ্গুনিয়ায় আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু

15

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষি কার্ডধারি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮শ ৫০ মেট্টিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ৬ ডিসেম্বর আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উত্তম কুমার চক্রবত্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, খাদ্য পরিদর্শক মো. মুরশেদল আলমসহ কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। খাদ্য পরিদর্শক মোহাম্মদ মুরশেদল আলম জানান, এবার রাঙ্গুনিয়া উপজেলার কৃষি বিভাগের কৃষক কার্ডধারি প্রকৃত কৃষকদের কাছ থেকে ৮শ ৫০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এজন্য গ্রাম পর্যায়ে সরকারের আমন সংগ্রহ কার্যক্রমের প্রচারণা চালানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে বলে তিনি জানান। তিনি বলেন, প্রতিজন কৃষক সরকার নির্ধারিত কেজি ২৭ টাকা দরে সর্বোচ্চ ৩হাজার কেজি আমন ধান বিক্রয় করতে পারবেন।
তবে ধানের আর্দ্রতা সর্বোচ্চ ১৪ শতাংশ, বিজাতীয় পদার্থ সর্বোচ্চ ০.৫ শতাংশ, ভিনজাতের ধানের মিশ্রন সর্বোচ্চ ৮শতাংশ, অপুষ্ট ও বিনষ্ট দানা সর্বোচ্চ ২শতাংশ এবং চিটা সর্বোচ্চ ০.৫শতাংশ সংগ্রহ যোগ্য বলে তিনি জানান।