রাঙামাটি জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

10

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ছিলেন দীপংকর তালুকদার এমপি। এতে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এছাড়া কৃষকলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য একেএম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেছেন কৃষকলীগের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কৃষকদের মুখে হাসি ফোটাতে ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ গঠন করেন। সেই মহান লক্ষ্য অনুসরণ করে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে যাচ্ছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষকলীগের নতুন কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠিত হয়।