রাঙামাটিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

16

রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে রাঙামাটির সাংবাদিকরা। গত শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জামাল হত্যার বিচারের দাবিতে রাঙামাটি প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিচারহীনতা সংস্কৃতি ও সাংবাদিক হত্যা-নির্যাতন কারীদের বিচারের আওতায় না আনার কারণে দেশে বার বার সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, জামালের ছোটবোন ফাতেমা জান্নাত মুমু। প্রসঙ্গত, ২০০৭সালে ৫ মার্চ নিখোঁজ হয় রাঙামাটির মো. জামাল উদ্দিন। এর পরদিন (৬ মার্চ) রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার বন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।