রাঙামাটিতে করোনা সচেতনতায় জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

21

রাঙামাটি প্রতিনিধি

দেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে গত ৫ জানুয়ারি ২০২২ থেকে করোনা প্রতিরোধে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গত কয়েক দিনে রাঙামাটিতে কোভিড-১৯ করোনা ভাইরান সংক্রমিত রোগি বাড়তে শুরু করছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত ঘোষণা ১৬ বিধি নিষেধ আরোপ বাস্তবায়ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে এক সাথে কাজ করবে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ জারির পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা জনগণকে সচেতন করতে গত বুধবার থেকে ১৬ বিধি নিষেধ মানাতে বাজারও জনবহুল এলাকায় সচেতনতামূলক জনগণের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক পরার জন্য সচেতন করা হয়। এসংক্রান্ত ব্যাপারে স্থানীয় হোটেল রেঁস্তোরা মালিক, বাস, বোট ও লঞ্চ মালিকদেরকে নিয়ে জরুরী সভা করে তাদের অবগত করা হয়েছে। রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, সম্প্রতি এ জেলাতে করোনা ভাইরাস দিন দিন বাড়রতে শুরু করছে। এব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন। তবে নতুন করে কেউ মারা যায়নি। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই নিজ নিজ ঘরে থেকে চিকিৎসা গ্রহণ করে ভাল হয়েছে। এদিকে জেলা তথ্য অফিস করোনা সচেতনতায় হাট বাজার ও জেলার বিভিন্ন উপজেলাতে মাইকিং করতে দেখা গেছে।