রাউজানে ফারাজ করিম চৌধুরী মিনি শিশু পার্ক উদ্বোধন

113

রাউজান প্রতিনিধি

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের রঘুনন্দন হাট কাঁঠালভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় শিশু শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে গড়ে তোলা হয়েছে একটি শিশু পার্ক। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জেষ্ঠ্য সন্তান তরুণ রাজনীতিবীদ ফারাজ করিম চৌধুরীর নামে তৈরি এই শিশু পার্ক রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফের উদ্যোগে নির্মিত হয়েছে। এখানে স্থাপন করা হয়েছে স্লিপার, ব্যালান্সিং, ল্যাডার, বিমচেস্ট সহ নানা ধরণের শারীরীক চর্চাযোগ্য বিনোদনমূলক খেলনা। এতে পাল্টে গেছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ।
গতকাল ২৭ নভেম্বর শনিবার সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কের উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সহ শিক্ষা অফিসার আব্দুল মমিন, সুব্রত কুমার হাজারী, বিনাজুরী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অংশুমান বড়ুয়া, ইউপি সদস্য আবদুল মালেক, জামাল উদ্দিন, জগদীশ বড়ুয়া, অজিত বিশ্বাস, মো. মোস্তাফিজ, মো. লোকমান, মো. ইসমাইল, লিটন দে, মো.রাশেদ, মো.আলম, আনোয়ার ইসলাম, সাইফুল ইসলাম রিটন, মো.তৈয়ব উদ্দিন, মো. জামাল, জানি আলম দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা তালুকদার, সহকারি শিক্ষক সুবর্না বিশ্বাস, ফিরোজা বেগম, সোমা দে, রিখা বড়ুয়া, যুবলীগ নেতা টনি বড়ুয়া, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো.সালাউদ্দিন, শাহাদাত হোসেন, মাওলানা কায়দে আজম, মাওলানা আলী, ছাত্রনেতা সাফায়ত হোসেন তৌহিদ, আকবর আলী জয়, আলী আজগর, ফয়সাল মাহমুদ তৃষাদ, শাওন বড়ুয়া মুন্না, মানিক, আরমান, মোকারম, মুমিন, রায়হান প্রমুখ।
এ সময় পার্কটির উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন এই পার্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে। বিনোদনমূলক শারীরিক চর্চার মাধ্যমে তাদের মনও ভাল থাকবে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস জানান বিনোদনমূলক শিক্ষার পরিবেশ শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে।