যুক্তরাষ্ট্রের কোভিড যুদ্ধে নেতৃত্ব দেওয়া ফাউচি করোনায় আক্রান্ত

4

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সরকারের লড়াইয়ের মুখ হয়ে ওঠা জনস্বাস্থ্য কর্মকর্তা শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানায়, পরীক্ষায় বুধবার ফাউচির কোভিড পজিটিভ এসেছে।
ফাউচি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা। তার উপসর্গ মৃদু বলে জানিয়েছে এনআইএইচ। সম্প্রতি ফাউচি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে তারা।
বিবৃতিতে এনআইএইচ বলেছে, ৮১ বছর বয়সী ফাউচি পূর্ণ টিকা নেওয়ার পাশাপাশি দুইবার বুস্টার ডোজ নিয়েছেন। তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন আর বাড়ি থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন