যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরাকের মিলিশিয়া নেতার

13

ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত শিয়াপন্থী আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) নামের ওই বাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার। এই পিএমএফ-কে সামরিক প্রশিক্ষণ দেয় ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্স। সম্প্রতি ইরাকের কিরকুকে রকেট হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন। এ ঘটনায় রবিবার রাতে ইরাক-সিরিয়ায় পিএমএফ-এর অন্তত পাঁচটি ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরাকি নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, ওই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্স-এর একজন সিনিয়র কমান্ডার জামাল জাফর ইব্রাহিমি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘শহীদদের রক্ত বৃথা যাবে না। ইরাকে মার্কিন বাহিনীর ওপর আমাদের প্রতিক্রিয়া হবে খুবই কঠিন।
এদিকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এ হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। ইরাকে গত দুই মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটি লক্ষ্য করে ১১টি রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে শুক্রবার সকালের হামলায় কিরকুকে এক মার্কিন ঠিকাদার নিহত ও অপর চারজন আহত হয়। ওয়াশিংটনের দাবি, এসব হামলায় ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সঙ্গে সম্পৃক্ত মিলিশিয়ারা জড়িত। রবিবার পিএমএফ-এর ওপর বিমান হামলার মাধ্যমে ইরানকে সমুচিত জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।