যারা রক্ত দেয় তারা কখনও মাদকাসক্ত হতে পারে না

92

চট্টগ্রামের ‘ সিটিজি ব্লাড ব্যাংক’ এক সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যারা রক্ত দেয় তারা কখনো জঙ্গি এবং মাদকে যুক্ত হতে পারেনা। রক্তের ফেরীওয়ালারা অপরাধে জড়াতে পারেনা। চট্টগ্রামে সাত বছর আগে অনলাইনে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ সিটিজি ব্লাড ব্যাংক’ এর সপ্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণভাবে শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশত স্বেচ্ছাসেবী প্রতিনধিরা যোগ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাব ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেশটিভির ব্যুরো চীফ আলমগীর সবুজ, মীর আকতার হোসাইন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফকির আব্দুল মান্নান, মানবিক পুলিশের টিম প্রধান শওকত হোসেন। সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ স্বেচ্চাসেবী কর্মকান্ডে অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের চীফ সাইন্টিফিক এডভাইজর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে সম্মাননা দেওয়া হয়।
বক্তারা বলেন, সিটিজি ব্লাড ব্যাংক রক্তের ফেরিওয়ালা হয়ে কাজ করছে ,চট্টগ্রাম সহ সারাদেশের অনেকগুলো সংগঠনের সদস্য ও রক্তদাতাদের দেখে আনন্দ লাগে। সিটিজি ব্লাড ব্যাংক যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যান্ত প্রসংশনীয়। দেশে সাম্প্রদায়িক সমস্যা দেখা গেলেও রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা সম্ভব।
সংবর্ধিত অতিথিদের ডা. শাহেদ আহমদ চৌধুরী থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দেন। দেশে আর নয় কোন রক্তচোষা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এখন নিরব মহামারী। দেশে কোটির উপরে থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। বিজ্ঞপ্তি

যার কারণে প্রতিদিনই ২০ থ্যালাসেমিনায় আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করছে।তিনি বলেন, সচেতনতার মাধ্যমে রোগটি নির্মূল করতে হবে। বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে দুইজন বাহকের বিয়ে রোধ করার মধ্য দিয়ে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার, আলেচনা সভা, রক্তনীড়-৩ সংখ্যা উম্মোচন, তরুণ উদ্যোক্তা সম্মাননা, সংগঠন সম্মাননা, বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা, বেস্ট ডিসিপ্লিন এওয়ার্ড, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সংগঠনের শোয়েবুল হক চৌধুরী, ইমরান ইমু,ইমাম হোসাইন,আলতাফ মোঃ জাহেদ,ফরহাদ মোঃ কাউছার, সূর্য দাস, রাজুদেব, মাসুদুর রহমান রুবেল, সোহেল রানা, কেএইচ ইউসুফ, নাছির উদ্দিন, আরমান শরীফ, আখতার হামিদ, মোঃ বাপ্পি, মোঃ ইউছুপ, খালেদ হাসান, আশরাফ ভূঁইয়্যা,রাজীব দাস প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।