যন্ত্রপাতির ঘোষণায় এলো বিদেশি মদ

51

যন্ত্রপাতির ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ নিয়ে আসায় এমভি ভিশন নামের একটি জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার ওই জাহাজের মোট ১৯টি কার্টন খুলে দেখা হয়। এর মধ্যে ১৮টিতেই বিদেশি মদ-বিয়ার মিলেছে।
জানা যায়, ঘোষণা অনুযায়ী চায়না-বাংলাদেশ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি ভিশন। জাহাজটিতে মোট ৬৬৯টি কার্টন ছিল। তবে কাস্টমস কর্মকর্তারা যন্ত্রপাতির সঙ্গে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এসেছে বলে গোপন সূত্রে খবর পান।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুÐু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই জাহাজে ১৯টি কার্টনের কায়িক পরীক্ষার পর দেখা যায় ১৮টিতেই যন্ত্রপাতির বদলে বিদেশি মদ রয়েছে। ফলে জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে। সবগুলো কার্টনের কায়িক পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দরকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এরইমধ্যে পায়রা বন্দরে জাহাজটি থেকে দুটি পণ্যবাহী নৌযানে করে কিছু কার্টন খালাস করা হয়েছে। সেখান থেকেও এই কার্টনগুলো ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। সবগুলোরই বন্দরে কায়িক পরীক্ষা হবে।