‘মৎস্যজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে’

20

 

মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ২৩ মে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যলয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহব্বায়ক আলহাজ্ব সৈয়দ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন বাংলাদেশের মৎস্য খাত খুবই সমৃদ্ধ। দেশের মানুষের দৈনিক আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফল হচ্ছে ভারত-মায়ানমার কাছ থেকে বিশাল সমুদ্র সীমা অর্জন। তাই দেশ এবং দেশের মানুষের উন্নতির জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। সংগঠনের সদস্য সচিব সুরেশ দাশ’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার কুতুবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহŸায়ক বিদর্শন বড়–য়া, লে. (অব.) ইলিয়াস কামরু, সদস্য সঞ্জয় সরকার, হাবিবুর রহমান, আব্দুল গফুর তালুকদার, মনির উদ্দিন খান, কার্তিক শীল প্রমুখ। বিজ্ঞপ্তি