ম্যানসিটিকে হারিয়ে ৫০ বছর পর চ্যাম্পিয়ন লেস্টার

5

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত এক জয় পেল ইংল্যান্ডের সম্ভাবনাময় ক্লাব লেস্টার সিটি। গত মৌসুমের শেষদিকে খানিক খেই হারিয়ে ফেললেও, নতুন মৌসুমে নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখল ব্রেন্ডন রজার্সের দল। শনিবার রাতে ইংলিশ কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে লেস্টার। যার সুবাদে দীর্ঘ ৫০ বছর পর এ কমিউনিটি শিল্ডের চ্যাম্পিয়ন হলো তারা।
ইংল্যান্ডের আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে হয় কমিউনিটি শিল্ডের এক ম্যাচের লড়াই। চলতি বছর সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটেছে ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলের মাধ্যমে। জোরালো স্পট কিকে জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ডকেলানচি ইহেনাচো। রেফারির সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করেন ম্যান সিটির খেলোয়াড়রা। যার ফলে হলুদ কার্ড দেখেন রিও ফার্ডিনান্ড ও রুবেন ডিয়াজ।