মোস্তফা-হাকিম গ্রুপের ৮২ দাতব্য প্রতিষ্ঠান

221

পূর্বদেশ ডেস্ক

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরপর ২০১৯ সালে যাত্রা শুরু করে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। এই দুই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে ৮২টি দাতব্য প্রতিষ্ঠান। শিল্পগ্রæপটির আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি।
শিল্প-কারখানাগুলো চট্টগ্রামকেন্দ্রিক হলেও দাতব্য প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে আছে সারাদেশে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে বিদ্যালয়, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বেকার যুবক কর্মসংস্থান প্রকল্প। আলহাজ্ব মোস্তফা-হাকিম গ্রুপের রয়েছে জাহাজভাঙা শিল্প, অক্সিজেন, সিমেন্ট, স্টিল মিল, তৈরি পোশাক প্রতিষ্ঠান, এলপিজি, আবাসন, ভোগ্যপণ্য ও ইস্পাতশিল্প।
এই শিল্পগ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তাঁর বাবা আবদুল হাকিম মাইজভান্ডারী ১৯৬০ সাল থেকে শুরু করেন ঠিকাদারি ব্যবসা। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাবার উত্তরসূরি হিসেবে ব্যবসার হাল ধরেন বড় ছেলে এম এ তাহের, মেজ ছেলে সিরাজুল ইসলাম, সেজ ছেলে মোহাম্মদ মনজুর আলম ও ছোট ছেলে আবুল কাশেম। এমএ তাহের ও মোহাম্মদ মনজুর আলম সীতাকুন্ডে শিপব্রেকিং ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সিমেন্ট ব্যবসা, আলহাজ্ব¡ মোস্তফা-হাকিম হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড, আলহাজ্ব মোস্তফা-হাকিম ব্রিকস, কুমিরায় গোল্ডেন এলপিজি, কুমিরা গোল্ডেন অক্সিজেন, গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড, ঈগল স্টার টেক্সটাইল মিলস ও এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এইচএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন পেট্রো কেমিক্যাল, গোল্ডেন স্টিল এলয় ওয়ার্কস, মিউচুয়াল স্পিনার্স, আনোয়ারায় এইচএম ইস্পাত লিমিটেড ও এইচএম সিনথেটিকসহ এই গ্রুপের ১৯টি অঙ্গপ্রতিষ্ঠান ব্যবসার পরিধি বাড়িয়েছে।
৮২টি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে আছে-উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ, আলহাজ্ব মোস্তফা-হাকিম সিটি করপোরেশন মাতৃসদন ও হাসপাতাল, পাহাড়তলী বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন, মুনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়, সীতাকুন্ডের সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা-হাকিম প্রাথমিক বিদ্যালয়, আকবরশাহ রহমানিয়া জামে মসজিদ, উত্তর কাট্টলী সনদ দত্ত সর্বজনীন মহাশ্মশান, সেবাখোলা কালীমন্দির, আকবরশাহ মাদার তেরেসা স্কুল ভবন, তৈয়বীয়া জামে মসজিদ, মসজিদ-এ- গাউছুল আজম, আলহাজ্ব আবদুল জলিল জামে মসজিদ, আলহাজ্ব মোস্তফা-হাকিম এতিমখানা, আলহাজ্ব মোস্তফা-হাকিম ফোরকানিয়া মাদ্রাসা, তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা, চিশতিয়া এবাদতখানা, ঈমাম আবু হানিফা (রা.) এবাদতখানা, আম্বিয়া খাতুন ফোরকানিয়া মাদ্রাসা, হযরত ডাল-চাল মিয়া ফোরকানিয়া মাদ্রাসা, আলহাজ্ব সমদু মিয়া এবাদতখানা ও হাফেজিয়া মাদ্রাসা, বাইতুল আমান নূরানী মাদ্রাসা, আলহাজ্ব মোস্তফা-হাকিম পানি সরবরাহ প্রকল্প, আলহাজ্ব মোস্তফা-হাকিম বেকার যুব কর্মসংস্থান প্রকল্প, ছিদ্দিক আকবর জামে মসজিদ, হজরত ওমর ফারুক জামে মসজিদ, আলহাজ্ব মোস্তফা হাকিম দুস্থ ও বয়স্ক চিকিৎসা ভাতা প্রকল্প, মসজিদ এ বেলাল, বায়তুল মামুর জামে মসজিদ, চম্পা ইউছুপ ফোরকানিয়া মাদ্রাসা, গাইবান্ধা নবীনগর আলহাজ্ব মোস্তফা-হাকিম জামে মসজিদ, বগুড়ার সারিয়াকান্দিতে বাইতুল মামুর জামে মসজিদ, বগুড়া হোসনে আরা মনজুর ফোরকানিয়া মাদ্রাসা, ফটিকছড়ি গাউছুল আজম মাইজভান্ডারী সড়কবাতি উন্নয়ন প্রকল্প, খাগড়াছড়ি হোসনে আরা মনজুর বিদ্যানিকেতন, সীতাকুন্ড ছোট দারোগারহাট তাহের মনজুর কলেজ, সীতাকুন্ড জাতীয় কবরস্থান, আনোয়ারা হজরত শাহ্ মোহছেন আউলিয়া মুসাফিরখানা, সীতাকুন্ড আবদুল মোতালেব (রা.) জামে মসজিদ, ছলিমপুর জাতীয় কবরস্থান, আলহাজ্ব তাহের মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, হোসনে আরা মনজুর ফোরকানিয়া মাদ্রাসা, হজরত ফাতেমা (রা.) ফোরকানিয়া মাদ্রাসা, স›দ্বীপ হোসনে আরা মনজুর জামে মসজিদ, মিনারে মোহাম্মদিয়া আহম্মদিয়া রহমানিয়া, আকবরশাহ কেন্দ্রীয় শহীদ মিনার, আলহাজ্ব তাহের মনজুর জামে মসজিদ, সিটি গেট গণশৌচাগার, ফৌজদারহাট হজরত খাজা ওসমান হারুনী (রা.) এতিমখানা ভবন, রউফাবাদ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে শিশুদের জন্য আধুনিক রান্নাঘর, কুমিরা ফয়জুন্নেছা জামে মসজিদ, কুমিরা মোস্তফা-হাকিম কবরস্থান, কুমিরা হযরত জালাল উদ্দিন (মজিআ) ফোরকানিয়া মাদ্রাসা, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ভোকেশনাল ইনস্টিটিউট, দেওয়ানহাট হজরত খাজা মইনউদ্দিন চিশ্তী (র.) এবাদতখানা, স্টেশন রোড হজরত সৈয়দ ইমাম হোসেন (রা.) হাফেজিয়া মাদ্রাসা, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, ফটিকছড়ি হজরত গাউছুল আজম আহমদিয়া-রহমানিয়া জামে মসজিদ, ফটিকছড়ি মিনার-এ-হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.), ঢাকার ডেমরা হযরত মা হালিমা (রা.) এবাদতখানা, কর্ণফুলী হযরত ফাতেমা (রা.) এবাদতখানা প্রভৃতি।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। মোস্তফা হাকিম গ্রæপে বর্তমানে কর্মরত ৪ হাজার কর্মী। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৩ হাজার কোটি টাকা। প্রতিবছর রমজানের শুরুতে চট্টগ্রামে গড়ে দুই লাখ পরিবারকে ইফতার-সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক ও সীতাকুন্ড আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম বলেন, দাদা আমাদের পথ দেখিয়েছেন। সেই পথে আমার বাপ-চাচারা এগিয়ে যাচ্ছেন। আমরা তাদের সহযোগিতায় মানবতার কল্যাণে কাজ করছি।