মেয়েদের আইপিএল শারজাহতে

30

সংযুক্ত আরব আমিরাতেই হওয়ার কথা মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বাকি রয়েছে শুধু এর ভেন্যুর নিশ্চিতকরণ। ক্রিকইনফো বলছে, শারজাহতেই হচ্ছে তিন দলের ফ্র্যাঞ্চাইজি এই লিগ। পূর্ব ঘোষণা অনুযায়ী, সামনের মাসে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। মূল আইপিএলের সমান্তরালে এবারের আসরটি হতে যাচ্ছে। এরই মধ্যে অংশ নিতে যাওয়া মেয়ে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের সময় সীমাও নির্ধারণ হয়ে গেছে। জানা গেছে, ১৩ অক্টোবর ৩০-৩৬ জন ভারতীয় নারী ক্রিকেটার মুম্বাইয়ে ৯ দিনের কোয়ারেন্টিনের জন্য মিলিত হবেন। যার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে, মেয়েদের আইপিএলের সব কিছু পূর্বঘোষণা অনুসারেই মাঠে গড়াচ্ছে। সবগুলো ম্যাচই হতে যাচ্ছে শারজাহতে।
এই বছরের ১২টি আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে এই ভেন্যু। যার মধ্যে ৪টি অনুষ্ঠিত হয়ে গেছে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের কাউকে পাওয়া কষ্টসাধ্য ব্যাপারই হতে যাচ্ছে। কারণ সূচিটি মেয়েদের বিগ ব্যাশের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশ থেকে কিছু ক্রিকেটার থাকবে বলে খবর পাওয়া গেছে।