মুমিনুলের উন্নতি শান্ত’র অবনতি

3

স্পোর্টস ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। ইনিংসটি আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে বাঁহাতি তারকাকে আট ধাপ উপরে তুলে এনেছে। সাবেক অধিনায়ক মুমিনুল র‌্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে এখন। রেটিং পয়েন্ট ৫১৯। বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট ছিল ৬৬১, ২০১৫ সালে সবশেষ এ অবস্থানে ছিলেন। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে ব্যর্থ শান্ত নয় ধাপ নিচে নেমে গেছেন। বর্তমানে বাঁহাতি ব্যাটারের অবস্থান ৫৩তে। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে দারুণ সুখবর পেয়েছেন লঙ্কানদের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারসেরা উন্নতিতে এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ১৪তে। দুই ইনিংসে সেঞ্চুরি করে র‌্যাঙ্কিংয়ে একশতে ঢুকেছেন কামিন্দু মেন্ডিসও। তার অবস্থান ৬৪তে। শীর্ষ ধরে রেখেছেন যথারীতি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।