মুজিব জন্মশতবর্ষ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

35

ক্রীড়া প্রতিবেদক

করোনার ভয়কে দূরে ঠেলে দিয়ে দেশের স্থবির ক্রীড়াঙ্গন আবারো সচল করার প্রয়াসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিজেকেএস আয়োজিত মুজিব জন্মশতবর্ষ ফুটবল টুর্নামেন্ট এর জমজমাট আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। এম এ আজিজ ন্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এম.পি।
ডা. কামাল এ খান, রফিক আহমদ চৌধুরী, এম.এ তাহের (পুতু) এবং এস এম কামাল উদ্দিন, এই চার বরেণ্য ক্রীড়াসংগঠকের নামে চারটি দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত চট্টগ্রামের শতাধিক ফুটবলার। খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১২টি স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে খেলা শুরু করা হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে রফিক আহমদ চৌধুরী একাদশ ও এম.এ তাহের (পুতু) একাদশ। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে টাইব্রেকার হবে। সরাসরি জয়ী দল তিন পয়েন্ট এবং টাইব্রেকারে বিজয়ী দল ২ ও বিজিত দল ১ পয়েন্ট পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী কমিটি, কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোহা: শাহ্জাহান অনুরোধ জানিয়েছেন।