মুজিবনগর দিবস উদযাপন

21

চন্দনাইশ:
চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ এপ্রিল উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা শাপলা সুলতানা, পিপিএস মডেল বিদ্যালয়ের সভাপতি নুরুল হক প্রমুখ। সভায় নিবার্হী কর্মকর্তা নাছরিন আকতার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুর্দীঘ ইতিহাসের এক চির ভাস্বর অভিস্মরণীয় দিন এই মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যানাথ তলার আ¤্রকাননে স্বাধীন-সাবর্ভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন।

রামগড়:
তথ্য অফিস রামগড়ের আয়োজনে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, একাডেমি সুপারভাইজার কাজী সোহেল রানা প্রমুখ। আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৭ এপ্রিল ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় অবস্থিত মুজিবনগরের বৈধ্যনাথতলার আম্রকাননে গঠিত ঐতিহাসিক মুজিবনগর সরকার তথা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের গুরুত্ব তুলে ধরেন এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার আহব্বান জানান। এসময় পরিচালনা পরিষদ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিশেষ চলচ্চিত্র ‘মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী’ প্রদর্শন করা হয়।

রাঙ্গুনিয়ায়:
রাঙ্গুনিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। এই সময় সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ:
মুজিবনগর দিবস উপলক্ষে গত ১৭ এপ্রিল রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার।
উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক কামাল উদ্দীন চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য- মুজিবুল ইসলাম সরফি, সিরাজুল করিম সিকদার, শেখ মুজিবুর রহমান চৌধুরী, শৈবাল চক্রবর্তী, বদিউল আলম মাস্টার, হুসনে আরা বেগম, বদিউল খায়ের লিটন চৌধুরী, মোরশেদ তালুকদার, রাসেল রাসু প্রমুখ।