মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’

3

 

পলকহীন চোখে সামনের দিকে তাকিয়ে আছেন একজন। আলোআঁধারিতে বোঝা যায়, তিনি অভিনেতা মনোজ প্রামাণিক। হাতে পিস্তল। সামনে একজনের দিকে অস্ত্রটি শক্ত করে ধরে রাখা। তিনি বলতে থাকেন, ‘ওই চিনোস নাই?’ পরক্ষণেই আওয়াজ বড় হয়, ‘ওই…চিনোস নাই।’ ৩৫ সেকেন্ডের টিজারে হত্যা, ক্ষমতা ও বিশ্বাসকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকে রহস্য। এ রহস্যের জবাব দিতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে গত ৬ জানুয়ারি রাত আটটায় মুক্তি পয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন তেলাপোকা’। গল্পে মনোজকে দেখা যাবে আসলাম চরিত্রে। আসলাম একজন রিকশাচালক।
দুর্ঘটনায় পড়ে সে তার রুটি রুজির একমাত্র সম্বল রিকশা হারায়। উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে একদিন কুড়িয়ে পায় আশ্চর্যজনক এক বস্তু, যা তার জীবন পাল্টে দেয়। এমন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা গোলাম মুনতাকিম। মনোজ ছাড়া চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাসির উদ্দিন খান, এস এম তুষার, তাসনুভা তিশা, হুমায়রা স্নিগ্ধা, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও মুনসিফ উজ জামান।