মুক্তিযোদ্ধার কণ্ঠে যুদ্ধদিনের স্মৃতিচারণ

9

 

সন্দীপনা কেন্দ্রিয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদস্থ জাপানের অনারারি কন্স্যুলেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ১০২টি প্রদীপ প্রজ্জলন, বেলুন উড়িয়ে জাতির পিতার জন্ম উৎসব ঘোষণা, মুক্তিযোদ্ধার কণ্ঠে যুদ্ধ দিনের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা, মুক্তির গান, বৃন্দ আবৃত্তি, শ্রুতি নাটক পরিবেশন, স্মারক প্রদান ও পুরস্কার বিতরণ প্রভৃতি। সকাল ১১টায় বিশিষ্ট সংগঠক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত ভাষণ রাখেন- সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি. কে. দাশ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কনসাল জেনারেল অব জাপান, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম ও কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুদ্দিন। তেজোদীপ্ত কন্ঠে, আবেগ ঘন পরিবেশে দৃঢ় প্রত্যয়ে যুদ্ধদিনের স্মৃতিচারণ করলেন- বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিঃমহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, খুলশি থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা বাদশাহ মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাহারুল ঈমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রসূল, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন- জাতীয় শ্রমিকলীগের চট্টগ্রাম মহানগর সভাপতি- হাবিবুর রহমান হাবিব। আলোচনায় অংশ নেন সাংবাদিক মুকুল সিকদার, সংগঠক সোহেল মো. ফখরুদ্দীন, সংগঠক মাসুম আখতার, সমাজ কর্মী সুকুমার দত্ত, অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, তরণী কুমার সেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, সংবাদ কর্মী হারুন অর রশিদ, কবি ফাদার জোসেফ জীবন গোমেজ, সংগঠক তাজুল ইসলাম রাজু, মোশারফ হোসেন খান রুনু প্রমুখ। বিজ্ঞপ্তি