‘মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’

15

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে গত ২১ মার্চ চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে নবীনবরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন ও ড. তানজিনা শারমিন নিপুন, চবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক, চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব হিয়ামুল ইসলাম (হিমু) এবং চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মিশকাতুল মমতাজ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি জনাব অহিদুল ইসলাম তুষার। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সভাপতি মো. রমজান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষার্থী শেখ এম আর মুকুল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুর রহমান ও ফারজানা জ্যোতি। উপাচার্য তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সন্তান নবীন শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি আবেগ-আপ্লুত কন্ঠে বলেন, ‘আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার স্ত্রী; এটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের’। আজকের অনুষ্ঠানের ¯েøাগান ‘মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’ নির্ধারণ করার জন্য উপাচার্য অনুষ্ঠান আয়োজনকারীদের ধন্যবাদ জানান।