‘মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা করেছে স্বাধীনতাবিরোধীরা’

14

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২০নং দেওয়ান বাজার ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা গত ৩ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হয়। নগরীর কেসিদে রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, ছাত্রনেতা নিশাত চৌধুরী, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জুয়েল, আজহার মুন্না, রিপন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল হোসেন, শাহ কামাল রিমন, সমাজসেবা বিষয়ক সম্পাদক তন্ময় সেন শিবু, উপ-কর্মসূচি ও উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ ধর, পরিকল্পনা বিষয়ক সম্পাদক অপূর্ব বড়ুয়া, উপ-অর্থ সম্পাদক সজীব দাশ, সহ-সম্পাদক এহতেসাম আইমান, দিপ্ত দে, সদস্য হায়াত উল্লাহ। এছাড়াও সভায় ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের প্রগতির চাকাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে স্বাধীনতাবিরোধীরা। শোককে শক্তিতে রূপান্তর করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি