মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে নতুন প্রজন্মকে

11

উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ :
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ উদ্যোগে মহান বিজয় দিবস পালন উপলক্ষে শহীদ মিনারে সংগঠনের আহবায়ক আলহাজ এম হারুন অর রশিদ ও সদস্য সচিব লায়ন এম শফিউল আলম শফি নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাসেম, মোরশেদুল আলম চৌধুরী, যুগ্ম-আহবায়ক লায়ন রিমন মুহুরী মোহাম্মদ মঈনুল আলম, রনি দাশ রকেট, মো. সোলায়মান, মো. জাফর আহমেদ, ইসমত পাশা, বখতিয়ার মীম, শাহ আলম প্রমূখ।
সিএন্ডএফ এজেন্টস সম্মিলিত ঐক্যজোট :
৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে সিএন্ডএফ এজেন্টসদের সংগঠন সম্মিলিত ঐক্যজোটের উদ্যোগে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামস্থ শহীদ মিনারে গত ১৬ ডিসেম্বরে রাত ১২ঃ১ টায় পুষ্পমাল্য নিবেদন করা হয়। সম্মিলিত ঐক্যজোটের সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিমে নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদস্য মামুন,বাচ্চু, শিপন, তাজুল, করিম, জাকির, বিজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ইউনিট ছাত্রদল:
১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী খিল্লাপাড়া ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমূহের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন ও ইউনিট ছাত্রদলের নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা ১৮ ডিসেম্বর চট্টগ্রাম রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সেলিম।
ইউনিট ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি রবিউল হোসেন রিমনের সভাপতি প্রীতিভোজপূর্ব সভায় বিশেষ অতিথি ছিলেন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা গাজী মোহাম্মদ ইউসুফ, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মো: ইকবাল, এম ইলিয়াছ আলী। ইউনিট ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু ফোরকান তুষার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, উক্ত ইউনিটের সাবেক সভাপতি মু. খুরশেদুল আলম। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক ফজলুল কাদের, শাহজাহান চৌধুরী মঞ্জু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সরওয়ার জাহান পুতুল, সহ-সাধারণ সম্পাদক আবুল মনসুর, শ্রমিক দলের সেলিম চৌধুরী, মোঃ ইসমাইল, জেলা ছাত্রদল নেতা কে. এম মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, আলী হোসেন রুবেল, শওকত চৌধুরী, তুহিন, মোরশেদ আলম, মানিক, জুয়েল, বাবুল প্রমুখ। এসময় অভিষিক্ত নতুন কমিটিসহ ছাত্রদল-যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী যুব মহিলা লীগ:
মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৬ ডিসেম্বর সকাল ১১টায় সংগঠনের যুগ্ম আহব্বায়ক ও নারীনেত্রী জাহানারা সাবের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রাম মহানগর শাখা যুব মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক জাহানারা সাবেরের নেতৃত্বে নিউ মার্কেট চত্বর থেকে র‌্যালি সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিন্নাত আরা খানম তারা, সোনিয়া আজাদ বেবি, বেগম রোকেয়া, সাজেদা বেগম সাজু, মাসুমা কামাল আঁখি প্রমুখ।
মহানগর সৈনিক লীগ:
গত ১৬ ডিসেম্বর, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহানগরের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, পাহাড়তলী থানা সৈনিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও থানার সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম আবুর সঞ্চালনায় বাদ্যযন্ত্র সহকারে ঈদগাঁ কাঁচারাস্তা মোড় থেকে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ঈদঁগা কাঁচারাস্তা মোড় থেকে শুরু হয়ে আবুল বিড়ি, পাহাড়তলী, ঝরনা পাড়া, হয়ে কাচা রাস্তায় শেষ হয়। ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসেস প্রমি, সহ-মহিলা সম্পাদিকা সালমা বেগম, জিন্নাত বিবি জিসা, ১২নং ওয়ার্ড সৈনিক লীগের সভাপতি মোঃ মঈন, মহানগর কার্যনির্বাহী সদস্য আবু জাফর, সদরঘাট থানার সভাপতি আব্দুল নুরু, সহ-সভাপতি আজম খান, ২৯নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি আবু জাফর পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, ২৮নং ওয়ার্ড সহ সভাপতি লিয়াকত আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সালাম, ৩০নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ আমিন, ১২নং ওয়ার্ড সৈনিক লীগ নেতা আবু সালাম, ২৭নং ওয়ার্ড সৈনিক লীগ নেতা মোঃ মুজিব প্রমুখ।
উত্তর জেলা কৃষক লীগ:
বাঙালি জাতির শৌর্ষবীর্ষ আর বীরত্বের গৌরব দীপ্ত অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। এইবার বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ দীর্ঘ ৯ মাসের যুদ্ধে হারিয়েছে ৩০ লাখ প্রান ও ২ লাখ মা বোনের সম্ভ্রম। আজকের দিনে তাদের সেই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় আজ সকালে বিজয় দিবসের আলোচনা সভায় তার বক্তৃতায় কথাগুলো বলেন। এতে আরও বক্তব্য রাখেন শওকতুল আলম, আবদুল হান্নান রানা, সেলিম সাজ্জাদ, এম.এন কাসেম, নুর মোহাম্মদ বাহাদুর, জসিম উদ্দিন, শেখ ফরিদ, নুরুল আবচার চৌধুরী, ফজলুল ইসলাম ভূইয়া, দিদারুল আলম, মোহাং আলী প্রমুখ।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন :
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দ মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে গত ১৬ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহানারা সাবের, মাসুমা কামাল আঁখি, এম এ হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ুব, উপ-দপ্তর সম্পাদক সাজেদা বেগম সাজু, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, মোহাম্মদ কালিম শেখ, ছবির আহমদ প্রমুখ।
চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল :
মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে চকবাজারের কাপাসগোলায় এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ মিঠু, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রাজু, রানা, সুমন, তানভীর, টিটু, টিপু, জিকু, জিসান, রুবেল, মাহি, মো. হানিফ, মো. সাজ্জাদ, মো. সালাউদ্দীন, লিটন, ফসলু, রহিম প্রমুখ।