মিয়ানমারে সেনাবাহিনীকে ব্যঙ্গ করায় ৫ কবির কারাদন্ড

19

মিয়ানমারে সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করায় একটি ব্যঙ্গধর্মী কাব্যদলের পাঁচ সদস্যকে কারাদÐ দিয়েছে ইয়াংগুনের একটি আদালত। ‘পিকক জেনারেশন’ নামে পরিচিত ওই দলটির সদস্যদের চলতি বছরের এপ্রিলে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কাব্য, হাস্যরস ও নাচের যৌথ সমন্বয়ে পরিবেশিত ‘থাংগিয়াত’ এর মাধ্যমে সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছিল। দলটির তিন সদস্যের বিরুদ্ধে পরিবেশনাটি ফেইসবুকে সরাসরি স¤প্রচারেরও অভিযোগ আনা হয়। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর রায়ে কে খাইন তুন, জায় ইয়ার লুইন, পাইং পিও মিন, পাইং ইয়ে থু ও জাও লিন হতুত প্রত্যেককে এক বছরের কারাদন্ড দেয়া হয় বলে বিবিসি জানিয়েছে। ‘পিকক জেনারেশনের’ ওই পরিবেশনায় পার্লামেন্টে সেনাবাহিনীর অংশীদারিত্বের কঠোর সমালোচনা করা হয়; দর্শককে সামরিক জ্যাকেট পরা একটি কুকুরের ছবিও দেখানো হয়। “এটি যে উদ্দেশ্যবিহীন ছিল না, জনসম্মুখে তাদের পরিবেশনার শব্দগুচ্ছেই তা বোঝা যায়। কাব্যদলটির দোষ প্রমাণিত হয়েছে,” রায় ঘোষণার সময় বলেন বিচারক তুন কেয়াও। তবে কাব্যদলের ৫ সদস্যই কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।