মাস্টার দা সূর্যসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

14

জয় বাংলা সাংস্কৃতিক জোট :
জয় বাংলা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১২ জানুয়ারি বিপ্লবী মহানায়ক প্রয়াত মাস্টার দা সূর্যসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেএমসেন হলস্থ প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জয় বাংলা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক রেবা বড়ুয়া, জয় বাংলা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এ মারুপ, সাধারণ সম্পাদক আলহাজ জহুর চৌধুরী, জয় বাংলা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর’র সহ-সভাপতি মিলি চৌধুরী, সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার লুচি, আলহাজ গাজী মো. আজিজ উল্লাহ, মো. কাজল দাশ, নুপুর দাশ, মো. ইব্রাহিম, আঞ্জুমান আরা আকতার, আখিঁ আক্তার প্রমুখ।

গণমুক্তি ইউনিয়ন :
মাষ্টার দা সূর্যসেনের ৮৯তম ফাঁসি দিবসে গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলার আহŸায়ক কম. রাজা মিঞা, সদস্য সচিব কম. নজরুল ইসলাম, জেলা সদস্য কম. লুৎফুন নেছা আখি ও অন্যান নেতৃবৃন্দ জে এম সেন হল প্রাঙ্গণে মাষ্টার দা সূর্য সেনের আবক্ষ মুর্ত্তিতে পুস্পমাল্য অর্পন করেন।
গনমুক্তি ইউনিয়নের মুক্তিযোদ্ধা মার্কেটে অস্থায়ী কার্যালয়ে মাষ্টার দার ফাঁসি দিবস উপলক্ষে বেলা ১১টায় কম. রাজা মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কম. নজরুল ইসলাম, কম. লুৎফুন নেছা আখি প্রমূখ।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি :
মাষ্টারদা সূর্য সেনের জীবনী বর্তমান ও আগামী প্রজন্মের নিকট তুলে ধরার আহŸান জানিয়ে ন্যাপকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১৪ দলের অন্যতম নেতা মিটুল দাশ গুপ্ত আরো বলেন এমন বিপ্লবীদের স্মরণ না করলে প্রজন্ম থেকে প্রজন্মান্তর প্রকৃত ইতিহাস জানবে না, ১৮৯৪ সালের ২২ মার্চ তিনি পৃথিবীতে এসেছিলেন। ব্রিটিশ ভারতের প্রখ্যাত বিপ্লবী চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অধিনায়ক মাস্টারদা সূর্যসেনের গত ১২ জানুয়ারি স ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপের মিটুল দাশ গুপ্তের নেতৃত্বে নগরীর জেম এম হলে উনার আবক্ষ মুর্তিতে পুষ্পার্ঘ্য অর্পনের সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, বোরহান উদ্দীন রোকন, মিঠু চৌধুরী, হারাধন নাহা বাসু বাবুল পাল, সবুজ চৌধুরী রকি, তপন সুত্রধর প্রমুখ।

মাস্টারদা সূর্য সেন স্মৃতি পর্ষদ :
গত ১২ জানুয়ারি জে.এম সেন হলস্থ মাস্টারদা সূর্য সেন’র প্রতিকৃতিতে ৮৯তম ফাঁসি দিবসে মাস্টারদা সূর্য সেন স্মৃতি পর্ষদ’র উদ্যোক্তা অমর কান্তি দত্তের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মমতাজ উদ্দিন, ডা. আর কে রুবেল, নাছির উদ্দিন, জাহেদ হোসেন টিটু, আনিস খোকন, শিল্পী সমীরন পাল প্রমুখ।