মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলি

41

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৮৫ তম ফাঁসি দিবসে গতকাল শনিবার জেএম সেন হলে সূর্যসেনের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য নূরুল হুদা নিপু, রায়হান উদ্দিন, মিরাজ উদ্দিন, উলাচিং মারমা, প্রীতম বড়ুয়া, ঋজু লক্ষী অবরোধ। সকাল ৮ টায় নগরীর জেএমসেন হল সংলগ্ন মাস্টারদার আবক্ষ ভাষ্কর্য প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তারা বলেন, আজ থেকে ৮৫ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মহান বিপ্লবী সূর্যসেন কে ফাঁসি দিয়ে হত্যা করে। কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী আন্দেলন স্থিমিত করতে পারেনি। সূর্যসেনসহ বিপ্লবীদের দেখানো পথেই এসেছে ভারতবর্ষের স্বাধীনতা। বক্তরা বলেন, আজ স্বাধীন বাংলাদেশের শাসকগোষ্ঠী সাম্রাজ্যবাদী শক্তির সাথে গাঁটছড়া বেঁধে দেশ শাসন করছে।এদেশের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে কোন কিছুই আজ সাম্রাজ্যবাদের প্রভাবমুক্ত নয়। মাস্টার দা সূর্যসেন- এর জীবন সংগ্রাম আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে। বিজ্ঞপ্তি