মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা তুলে নিলো উ. কোরিয়া

13

পরদেশ ডেস্ক

মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা এবং অন্যান্য সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মগুলো প্রত্যাহার করেছে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহে দেশটির শাসক কিম জং উন কোভিডের বিরুদ্ধে বিজয় ঘোষণা করার পর সামাজিক স্বাস্থ্যবিধি তুলে নেওয়া হলো।
গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে। কেসিএনএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশে যে স্বাস্থ্য সংকট তৈরি হয়েছিল তা সম্পূর্ণভাবে নিস্ক্রিয় করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে পুরো দেশকে স্বল্প সময়ের মধ্যে করোনা মুক্ত পরিচ্ছন্ন অঞ্চলে পরিণত করা গেছে। এ জন্য কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে যারা শ্বাসকষ্টের লক্ষণ অনুভব করছেন তাদের মাস্ক পরা উচিত। আর সীমান্ত এলাকায় এই বিধিনিষেধ বহাল থাকবে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে কিম প্রশাসন।