মালয়েশিয়ার কাছে ১৮ যুদ্ধবিমান বিক্রি করছে ভারত

7

মালয়েশিয়ার কাছে ১৮টি হালকা যুদ্ধবিমান (এলসিএ) বিক্রি করছে ভারত। তেজস নামের এই ফাইটার জেটটির নির্মাতা প্রতিষ্ঠান ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্যালস লিমিটেড (হ্যাল)। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিসর, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও একক ইঞ্জিনের এই যুদ্ধবিমানটির প্রতি আগ্রহ দেখিয়েছে।
দীর্ঘ পরীক্ষা পর্বের পর গত বছরের গোড়ার দিকে হিন্দুস্থান অ্যারোনটিক্যালসকে ৮৩টি তেজস উৎপাদনের কার্যাদেশ দেয় দিল্লি।
বর্তমানে রুশ, ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ভারত। তবে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি নিজ দেশে উৎপাদিত যুদ্ধবিমানগুলো রফতানির জন্যও ক‚টনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। প্রথম দিকে ডিজাইনসহ নানা সমস্যা ছিল তেজসের। বেশ ভারী হওয়ার কারণে খোদ ভারতীয় নৌবাহিনীও একবার এটি প্রত্যাখ্যান করেছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টকে জানিয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স গত বছরের অক্টোবরে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্সের ১৮টি তেজস যুদ্ধবিমান কেনার অনুরোধে সাড়া দিয়েছে। হিন্দুস্থান অ্যারোনটি-ক্যালসের পরিচালক আর মাধবন জানান, মালয়েশিয়া সরকার তাদের আড়াই দশকের পুরনো মিগ-২৯ যুদ্ধবিমানগুলো ভারতীয় তেজস দিয়ে প্রতিস্থাপন করতে চাইছে।