মার্কিন সেনাবাহিনীর হাইপারসোনিক পরীক্ষা ব্যর্থ

23

 

চীন ও রাশিয়ার সঙ্গে হাইপারসোনিক (শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন) অস্ত্র নির্মাণের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, হাইপার অস্ত্র নির্মাণে তাদের সর্বশেষ পরীক্ষা সফল হয়নি। সিএনএন এখবর জানিয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, হাইপারসোনিক গতি পাওয়ার জন্য রকেটে ব্যবহৃত একটি যন্ত্র ব্যর্থ হয়েছে।
রকেটটি ব্যর্থ হওয়াতে পেন্টাগন হাইপারসোনিক গ্লাইড বডির পরীক্ষা করতে পারেনি। যা এমন অস্ত্র তৈরির জন্য মূল্য উপাদান। কর্মকর্তারা পরীক্ষাটির পর্যালোচনা শুরু করেছেন। বৃহস্পতিবার আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াকে অবস্থিত প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্সে এই পরীক্ষা করা হয়। চীন ও রাশিয়া নিজেদের হাইপারসোনিক অস্ত্র নির্মাণের কাজ এগিয়ে নেওয়ায় পেন্টাগন এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছে। এর আগে এপ্রিলেও পেন্টাগনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল।
উল্লেখ্য, শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে ১ হাজার ১২৫ ফুটের মতো। অনেক সামরিক বিমান এর চেয়ে বেশি দ্রুত ‘সুপারসনিক’ গতিতে উড়তে পারে। কিন্তু একটা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে ৯ গুণ বেশি গতিতে। ফলে এটি যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।