মাদ্রাসা শিক্ষাকে মর্যাদা দিয়েছে বর্তমান সরকার : নজরুল এমপি

12

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে বাংলা শিক্ষার সম-মর্যাদা দেয়ায় মাদ্রাসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারীসহ প্রত্যেকটি বিষয়ে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাচ্ছে। সে সাথে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে সরকার প্রত্যেকটি মাদ্রাসায় আধুনিক চার তলা ভবন নির্মাণ করে যাচ্ছে। প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বছরের ১ম দিন নতুন বই তুলে দিয়ে শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। একসময় অনেক শিক্ষার্থী বইয়ের অভাবে লেখাপড়া থেকে ঝড়ে পড়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গ্রামীন পর্যায়ে সড়ক উন্নয়ন অব্যাহত রেখেছে। বর্তমানে চন্দনাইশে সংস্কার করারমত তেমন কোন সড়ক নেই বললে চলে।
গত ৩ ফেব্রæয়ারি দুপুরে জাফরাবাদ ফাজিল মাদ্রাসার বার্ষিক সভা ও নতুন একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন, উমেদ আলী চৌধুরী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। পরে তিনি বৈলতলী মাইজপাড়া সড়ক, দোহাজারী ঈদপুকুরিয়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকালে বৈলতলী হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় সভায় এবং রাতে মামুন খলিফা মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।