মাদকবিরোধী যুদ্ধে মেক্সিকোয় নিখোঁজ ৬১ হাজারেরও বেশি

27

শক্তিশালী মাদক চক্রের সঙ্গে মেক্সিকো সরকারের সংঘাতে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকার জানিয়েছে, নিখোঁজদের মধ্যে এক চতুর্থাংশই নারী। নতুন তথ্য অনুযায়ী নিখোঁজ মানুষ সংখ্যা পূর্বের ধারণার চেয়ে ৫০ শতাংশেরও বেশি।
২০০৬ সালে মেক্সিকোতে মাদকবিরোধী যুদ্ধে নামানো হয় সেনাবাহিনীকে। তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ চালডেরন ২০০৬ সালের শেষ দিকে সাড়ে ছয় হাজার সেনা সদস্যকে মিচোয়াচান রাজ্যে মোতায়েন করেন। সরকারি তথ্য অনুসারে, ওই বছর ১১ হাজার ৮০৬টি হত্যাকাÐ ঘটে, ২০১৬ সালে গুমের সংখ্যা ছিল ২৫ হাজার ৩৪০টি। অপরাধীচক্র, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে। ২০১৭ সালে গুমের সংখ্যা ছিল ৩০ হাজার। মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের মতে, গুম হওয়া ব্যক্তিদের জীবিত বা মৃত খুঁজে পাওয়ার ছিল তখন মাত্র ২৫ শতাংশ।