মাদকপাচার মোকাবেলায় কৌশল নির্ধারণে সভা

7

 

মাদকদ্রব্য পাচার, আসক্তি নির্মুল, মাদকের অপপ্রয়োগ নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা ও আন্তরিকতার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের সুষ্ঠু সমন্বয়, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সমাজ, বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গতকাল নগরীর আইচ ফ্যাক্টরি রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিলনায়তনে স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট-ঢাকা এর উদ্যোগে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) এর ব্যবস্থাপনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় ‘বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ’ গবেষণা কাজের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় বিভিন্ন বক্তাগণ উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা প্রধান মো. আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার আমেদ আলী, চট্টগ্রাম জেলা উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, চসিক কাউন্সিলর লুৎফুন্নাহার দোভাষ বেবী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম ইউমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, এডাব চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু, আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট মো. আলাউদ্দীন, চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার আবদুল হান্নান। বিজ্ঞপ্তি