মাউশির উদ্যোগ নগরীর দুই স্কুলে মেডিটেশন চর্চার সূচনা

13

মাউশির উদ্যোগে টোটাল ফিটনেস প্রোগ্রামের আওতায় দেশের ৬৪টি জেলায় গত ১৯ মার্চ একযোগে শুরু হয়েছে মেডিটেশন কার্যক্রম। প্রাথমিকভাবে ১২৮টি স্কুলে শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হয়েছে। তিন মাসব্যাপী নগরীর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইয়োগা, শ্রেণিকক্ষে ১৫ মিনিট মেডিটেশন, শুদ্ধাচার চর্চা কার্যক্রম চালু হয়েছে। শ্রেণি শিক্ষকের পক্ষ থেকে শারীরিক-মানসিক সামাজিক ও আত্মিক অবস্থার সমীক্ষা পত্র পূরণ করা হচ্ছে। মাউশির কর্মসূচি অনুযায়ী তিন মাস টোটাল ফিটনেস কার্যক্রম চলার পর, পুনরায় শ্রেণি শিক্ষকের তত্ত¡াবধানে দ্বিতীয় প্রত্যয়ন পত্র পূরণ করবে শিক্ষার্থী ও অভিভাবকরা। মধ্যবর্তী সময়ে মেডিটেশন, যোগব্যায়াম চর্চার ফলস্বরূপ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক অগ্রগতি বোঝার চেষ্টা করা হবে।