মাইনী মুখ ঢাকাইয়া টিলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

40

রাঙামাটির লংগদু উপজেলার মাইনী মুখ ঢাকাইয়া টিলায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। গত বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানীদের তালিকা পরিষদে প্রদান করার নির্দেশ দেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের। খুব শীর্ঘই ক্ষতিগ্রস্থদের মাঝে পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অগ্নিকান্ডে প্রতিটি পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব না হলেও জেলা পরিষদ হতে যতটুকু সম্ভব সহায়তা করা হবে। তিনি জেলা পরিষদের পাশাপাশি প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। অগ্নিকান্ডে এলাকা পরিদর্শনকালে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ২ জুলাই রাত আড়াইটার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ ঢাকাইয়া টিলা নামক এলাকায় হঠাৎ আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।