মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা

21

‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম ওরশ ২৪ জানুয়ারি মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৫ জানুয়ারি গাউসিয়া হক মনজিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, যাকাত তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন নাজিরহাট হাইওয়ে পুলিশের প্রতিনিধি, উপজেলা একাডেমিক অফিসার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আজাদী বাজার পল্লী বিদ্যুৎ সমিতি-২, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্যানিটারী ইন্সপেক্টর এবং রোসাংগিরি, সুয়াবিল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরবৃন্দ।
সভায় দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মনজিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। ওরশ শরিফ উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ১২ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৬ জানুয়ারি সকাল ৯টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে পঞ্চদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান, ১৩ জানুয়ারি দুপুর ২.৩০টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পঞ্চদশ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ, ১৪ জানুয়ারি সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ৯ম শিক্ষক সমাবেশ, ১৬ জানুয়ারি ‘রয়েল গার্ডেন’এ মহিলা মাহফিল, ১৭ জানুয়ারি হামজারবাগস্থ এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে মহিলা মাহফিল, ১৮ জানুয়ারি সকাল ১০টায় ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’ এর জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠামালা এবং রাত ৯টায় ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’ আয়োজিত বিশেষ সুফি সংগীতের ভার্চুয়াল আসর, ১৯ জানুয়ারি বিকাল ৩টায় নগরের ‘আপন গার্ডেন’ কমিউনিটি সেন্টারে ৯ম উলামা সমাবেশ, ২১ জানুয়ারি বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, ২৩ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহের শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার সরবরাহ, ২৪ জানুয়ারি ওরশের দিন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র প্রদর্শনী, উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, ২৫ জানুয়ারি সকাল ৬টায় প্রধান সড়ক হতে হযরত সাহেব কেবলার পুকুর পাড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি। বিজ্ঞপ্তি