মহেশখালীর সাবেক পৌর মেয়র দুদকের মামলায় কারাগারে

6

নিজস্ব প্রতিবেদক

কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পৌর মেয়র সরোয়ার আজমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেন।
আদালত থেকে প্রাপ্ত তথ্য মতে, সরোয়ার আজম পৌর মেয়র থাকাকালীন বাদশা মিয়া নামে এক ঠিকাদারকে কাজ না করে ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে সাবেক পৌর মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলার পর সাবেক এ পৌর মেয়র আদালতে এসে আত্মসমর্পণ করলে তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। এ নিয়ে শুনানি শেষে আদালতের বিচারক তার জামিন আবেদন ফিরিয়ে দেন। এরপর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় মহেশখালীর সাবেক পৌর মেয়র সরোয়ার আজম আজ (বৃহস্পতিবার) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ নিয়ে আমরা জোরালো শুনানি করি দুদকের পক্ষ থেকে। শেষতক আদালত আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন।