মহি আলম খাল খননে জঙ্গলখাইনে মতবিনিময়

3

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে প্রান্তিক কৃষক ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা ২৮ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। এতে বক্তব্য রাখেন, জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতুর্জা কামাল মুন্সি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম সরওয়ার মুরাদ, ফুলকলি এন্ড কোম্পানির পরিচালক মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা শাহেদ উদ্দিন সুমন, কৃষি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, স্কুলের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম সোহেল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবদুল মান্নান, মোঃ হাসান, রোমেন বড়ুয়া, প্রান্তিক কৃষক মীর আহমদ, জাকির হোসেন, সরওয়ার আহমদ, নুর মোহাম্মদ। মতবিনিময় সভায় কৃষক ও স্থানীয়রা বলেন, পটিয়া উপজেলার সার্জেন্ট মহি আলম খালে শিল্প কারখানার বর্জ্য ফেলানোর কারণে খালের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কৃষকের চাষাবাদে বিঘœ সৃষ্টি হচ্ছে। কৃষকের স্বার্থে সার্জেন্ট মহি আলম খালের ১ কিঃমিঃ খনন করা অতি জরুরি। তাছাড়া শিল্প কারখানার বর্জ্যযুক্ত পানি খালে না ফেলা, কৃষককে সার্বিকভাবে সহযোগিতা এবং পরিবেশ ঠিক রেখে শিল্প কারখানা চালু রাখতে হবে।