মহিউদ্দিন সোহেল হত্যায় জড়িত আরেকজন গ্রেপ্তার

33

পাহাড়তলী বাজারে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. দিদার প্রকাশ টেডি দিদার (৩৫)।
গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদার ঘটনার সময় মহিউদ্দিন সোহেলকে ছুরিকাঘাত করেছিল বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দি সেলিম বলেন, মহিউদ্দিন সোহেলকে ছুরিকাঘাত করেছিল দিদার। তাকে খুনে যে টিম কাজ করেছিল, সে টিমের অন্যতম সদস্য দিদার। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগও আছে। সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরে ২৬টি ছুরিকাঘাতের চিহ্ন আছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সকালে ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেল খুন হন। ঘটনার পর পুলিশ ও ব্যবসায়ীরা গণপিটুনীর কথা গণমাধ্যমকে জানালেও পরে মহিউদ্দিন সোহেলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ ছিলেন না। পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার কাজে হাত দেয়ায় স্থানীয় কাউন্সিলর সাবের সওদাগর ও ব্যবসায়ী ওসমান খানের রোষানলে পড়ে খুনের শিকার হতে হন মহিউদ্দিন সোহেল।