মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভা

11

 

বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’ এর নিয়মিত মাসিক সভা ও আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা গত ৯ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় নগরীর পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন কার্যালয়ে সংগঠনের কার্যকরী সভাপতি ও বিশিষ্ট সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. কালিম শেখের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. আবু হানিফ জনি, মো. জসিম উদ্দিন, মো. হাসান মুরাদ, মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজের হোসেন, মো. ফয়সাল সিকদার, মো. গাজী আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ ফরায়েজী, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক মো. নুর আহমদ, দপ্তর সম্পাদক মো. শোয়াইব, যানজট নিরসন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুন নবী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আবদুল আলীম, সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন নোমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. নুরুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তফা, কার্যনির্বাহী সদস্য মো. নুর নবী, মো. মিজান, মো. সেলিম মোল্লা।
সভায় বক্তারা বলেন, সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে অতীতের কোনো সরকার এতটা উদ্যোগী হয়ে কাজ করেনি। বর্তমান সরকার সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে নানামুখী কল্যাণমূলক কাজ করেছে। যার সুফল পাচ্ছে সাধারণ শ্রমিক ভাইয়েরা। বক্তারা সকল পরিবহন শ্রমিকদের আগামী ২৮ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালনের আহŸান জানান। বিজ্ঞপ্তি