মহানগর ছাত্র সমাজের মতবিনিময় সভা

19

 

গত ২১ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর চকবাজারস্থ জাতীয় পার্টি কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. সোলায়মান আলম শেঠের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব আবু হানিফ মো. নোমানের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক আরাফাতুল আলম কচির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন- ছাত্ররাই দেশের রাজনীতির মূল চালিকা শক্তি। দেশের স্বাধীনুার ইতিহাসে ছাত্রদের গৌরব উজ্জ্বল ভ‚মিকা অপরিসীম। জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্রদের পড়ালেখা করে দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে, সেজন্য যুগোপযোগী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি আরো বলেন, বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজ নেুৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আলী ইমরান, দপ্তর সম্পাদক ছবির আহমদ, যুগ্ম দপ্তর সম্পাদক শফিউল আজম চৌধুরী লিটন, প্রচার সম্পাদক ফজলে হাসান শাহীন, বাকলিয়া থানা জাতীয় পার্টির সদস্য সচিব মহসিন আহমেদ, নগর জাতীয় ছাত্র সমাজ যুগ্ম আহব্বায়ক আবু হাসান, চান্দগাঁও থানা সদস্য সচিব আজবি হোসাইন চৌধুরী, চান্দগাঁও থানার যুগ্ম আহব্বায়ক শাখাওয়াত উল্লাহ রাফি, চকবাজার থানা যুগ্ম আহŸায়ক ইসমাইল হোসেন, সানজিদ, পাঁচলাইশ থানা আহব্বায়ক আবু সাঈদ এবং বিভিন্ন থানার নেুাকর্মী যথাক্রমে হোসাইন, ফিরোজ, ইকবাল, দেলোয়ার, শেখ মো. মাসুম, মাঈনুদ্দিন রায়হান রনি, মোহাম্মদ আলী, মো. আদনান প্রমুখ। বিজ্ঞপ্তি