মন প্রফুল্ল রাখতে সাহিত্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

41

ফেইসবুক লাইভের মাধ্যমে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পরিকল্পনায় সোমবারের সাহিত্য আড্ডা গত ২৭ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সুকুমার দে, লুপর্ণা মুৎসুদ্দী, কাকলী দাশ গুপ্তা, আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, স্বরচিত কবিতা পাঠ করেন পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিক তারকনাথ দত্ত, রাজীব ঘাঁটি, এড. রাখাল মজুমদার, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। সভায় বক্তারা এক বিবৃতিতে বলেন আজ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা। পৃথিবীর লক্ষাধিক মানুষ ইতিমধ্যে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে। প্রায় ৩০ লক্ষ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। কোটি কোটি মানুষ আজ ঘরবন্দী এক কঠিন বাস্তবতা আর জীবন সংগ্রামে লিপ্ত। এ কঠিন দুঃসময় আর মানসিক বিপর্যয়ে আমরা চাই সকলে একটু একটু করে প্রেরণা খোঁজে পায় বেঁচে থাকার জন্য। বিজ্ঞপ্তি