ভ্যাট আদায়ের নামে পটিয়ায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

41

 

ভ্যাট আদায়ের নামে পটিয়ায় এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকার আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ফরিদ গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। কাস্টমস এক্সসাইজ (ভ্যাট) পটিয়া সার্কেল থানার মোড় এলাকার আল মদিনা হোটেলে ভ্যাট মেশিন বসানোর জন্য মালিককে চাপ প্রয়োগ করছে। জানা যায়, ভ্যাট অফিস পটিয়ার অধীনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় করলেও সম্প্রতি অভিজাত রেস্টুরেন্টে ভ্যাট মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় করা হচ্ছে। হোটেল মালিক মোহাম্মদ ফরিদ জানিয়েছেন, পৌর সদরে বেশ কয়েকটি শীতাতাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেল রয়েছে। ভ্যাট অফিস কয়েকটিতে ইতোমধ্যে ভ্যাট মেশিন বসান। কিন্তু অদৃশ্য কারণে নিম্ন শ্রেণির মানুষের হোটেলে ভ্যাট মেশিন বসানোর জন্য মালিককে চাপ সৃষ্টি করছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। পটিয়ায় নিম্নশ্রেণির অনেক হোটেল থাকলেও শুধুমাত্র আমার হোটেলে মেশিন বসানোর জন্য যড়যন্ত্র করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, জোরপূর্বক হোটেলে ভ্যাট মেশিন বসানোর চেষ্টা সংক্রান্তে একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নিবেন। ভ্যাট অফিস পটিয়া সার্কেলের সুপারিটেনডেন্ট প্রদীপ কুমার মল্লিক জানিয়েছেন, কাউকে হয়রানি করতে জোরপুর্বক ভ্যাট মেশিন বসানো তাদের কাজ নয়। ইতোমধ্যে পটিয়াতে ২টি অভিজাত রেস্টুরেন্টে মেশিন বসানো হয়েছে। ধারাবাহিকভাবে হোটেলেও মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় করা হবে। গত মাসে ৩ কোটি ৫৩ লাখ টাকা ভ্যাট আদায় করা হয়েছে।