ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া আক্রান্তদের ক্ষতিপূরণে তহবিল গঠন মালয়েশিয়ায়

16

করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে একটি তহবিল গঠন করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। সোমবার ঘোষিত এই তহবিলের পরিমাণ ২ কোটি ৪০ লাখ ডলার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। মালয়েশিয়াতে ৪ লাখ ৩০ হাজার ফ্রন্টলাইন কর্মী ভ্যাকসিন নিয়েছেন। এদের বেশিরভাগেরই দুটি ডোজ নেওয়া সম্পন্ন হয়ে গেছে। দেশটিতে মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আধাম বাবা জানান, ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষেরা ৫০ হাজার রিংগিত ক্ষতিপূরণ পাওয়ার উপযুক্ত হবেন। তিনি আরও জানান, পার্শ্বপ্রতিক্রিয়ায় স্থায়ী বিকলাঙ্গ বা মৃত্যু হলে ৫ লাখ রিংগিত ক্ষতিপূরণ দেওয়া হবে। আধাম জানান, ১৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্য কর্তৃপক্ষ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ২০টি ঘটনার খবর পেয়েছে। এসব পার্শ্বপ্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট, চুলকানি ও ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দেছে। মালয়েশীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পর এখনও কারও মৃত্যু হয়নি। ২৩ ফেব্রুয়ারি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়।