ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

9

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৫ জানুয়ারি মহানগরীর খুলশী ও চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা হতে পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, মূল্যতালিকা ঘষে নতুন মূল্য সংযোজন করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ, খাদ্য দ্রব্যে অননুমোদিত নিষিদ্ধ দ্রব্য ব্যবহার, আমদানিকারকের সীল বিহীন পণ্য বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন অভিযান পরিচালনা করেন। বিজ্ঞপ্তি