ভূজপুর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া অনুষ্ঠিত

54

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপর থানার উদ্যোগে শুভ মহালয়া অনুষ্ঠান সভাপতি পÐিত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে ভূজপুর শ্রীশ্রী হরি দুর্গাও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ বৈষ্ণব, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ আরশাদ উদ্দিন জুয়েল, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র বিশিষ্ট সাংবাদিক এরশাদ হোসেন খোকন। আরো সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত সজল বড়ুয়া। আলোকিত অতিথি হিসেবে ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার। ভূজপুর থানার এস আই সুমন চন্দ্র দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। সীতাকুÐ শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব কুমার চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক অমর বিকাশ নন্দী, প্রতিষ্ঠাতা সভাপতি ল²ীবিন্দু ধর, সাবেক সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দে, বীর মুক্তিযোদ্ধা বাবুল কান্তি দেব, সহ-সভাপতি কেশব দে, এড. মিহির দে, মাস্টার বাবলা দে, সঞ্জয় দে, তপন কর্মকার, মাস্টার সাধন নাথ। যুগ্ম সম্পাদক দীলিপ নম, বিজন দে, সঞ্জয় ধর, সহ-পরিষদের নেতৃবৃন্দ এড. জনি দে, প্রকাশ আচার্য, মুকুল দে, মৃদুল কর্মকার, রতন কর্মকার, রূপন দাশ, অপু দে, নিউটন দে, রাসেল দে, সমীর দে, মিন্টু নম, রাজীব বণিক, সান্তু বণিক, প্রভাত বণিক, বাবুল কর্মকার, সমীরণ কর্মকার, বিন্দু কর্মকার, মাখন নাথ, সুমন নাথ, কাজল শীল, বিকাশ দে, আঞ্চলিক কমিটি ও ইউনিয়ন কমিটির সভাপতি বাবুল চৌধুরী, নিত্য সাহা, যীশু দে, সুজন দে, বিকাশ শীল, ইমন পাল, স্বাগত বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল ও শুভ মহালয়ার সকল অতিথিবৃন্দ, শুভ মহালয়া কমিটির আহব্বায়ক রনজিত কুমার পাল। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভোর ৬টায় পূজা ও চন্ডীপাঠ, সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন, সকাল ১১টায় আলোচনা সভা। বিজ্ঞপ্তি