‘ভূখন্ড নিয়ে কোনও ছাড় দেবে না ইউক্রেন’

13

 

ভূখন্ড ছাড়ের বিনিমিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না ইউক্রেন। এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডালিয়াক। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। জেলেনস্কির উপদেষ্টার এমন মন্তব্যে মস্কোর পক্ষে থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল, ডনবাসের লুহানস্ক ও ডোনেস্কে ব্যাপক বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। যুদ্ধ বন্ধে আলোচনার ওপর জোর দিয়ে আসছে ইউক্রেন। তবে মস্কোর কাছে কোনও ভূখন্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে যাবে না বলে জানালেন মিখাইলো পোডালিয়াক। গত ২৪ ফেব্রæয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। সংকট সমাধানে প্রথমদিকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বেলারুশ এবং তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও ফলাফল আসেনি।