‘ভালোবাসার পরশমনি’

8

 

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ‘ভালবাসার পরশমনি’ কর্মসূচির আওতায় ১শ’ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার নগরের খুলশী থানাধীন টিকেট প্রিটিং প্রেস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জেসিআই চট্টগ্রাম সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহেদ শান, ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আলম চৌধুরী, জেনারেল সেক্রেটারি জুনায়েদ আহমেদ রাহাত, জেনারেল লিগ্যাল কাউন্সিল ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমান, লোকাল ট্রেইনিং অফিসার আশরাফ বান্টি, ট্রেজারার আয়াজ ইসলাম চৌধুরী, পরিচালক রাহি মাহমুদ ও সাদাফ রহমান, পিআর এন্ড মিডিয়া ফারিয়া আকবর রিয়া, ইভেন্ট এনগেজমেন্ট শাহেদ আলী, সদস্য আদিল কবির, সানি ও শিপন।