ভারত মহাসাগরে ৬ বোমারু বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

56

ভারত মহাসাগরে গোপন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ছয়টি বি-৫২ স্ট্রাটোফোরট্রেস দীর্ঘ-পাল্লার বোমারু বিমান পাঠাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সোমবার অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তারা জানায়, নির্দেশ দেওয়া হলে ইরানের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত এসব বোমারু বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
এনিয়ে ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। সিএনএন জানায়, এই বোমারু বিমান মোতায়েন করলেও অভিযান হতে পারে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যান্য সময়ও নিজের সক্ষমতা জাহির করতে এমন বিমান মোতায়েন করেছে তারা। এর আগে গত বছর ইরানের সঙ্গে উত্তেজনার সময় কাতারে ছয়টি বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছিলে যুক্তরাষ্ট্র। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে দিয়াগো গার্সিয়াতে বিমানগুলো রাখা হয়েছে।