ভারতে সিএএবিরোধী বিক্ষোভে যুবকের গুলি

20

ভারতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে এক যুবকের প্রকাশ্যে গুলি চালানোর ভিডিও সামনে এসেছে। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভরদুপুরে রামভক্ত গোপাল নামের ১৯ বছর বয়সী ওই যুবক শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসেন। প্রথমে ‘জয় শ্রীরাম’ ¯স্লোগান দিয়ে এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদের দিকে বন্দুক উঁচিয়ে তাকে বলতে শোনা গেছে ‘এই নে আজাদি।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আহত হয়েছেন শাদাব ফারুখ নামের এক শিক্ষার্থী, তার বাঁ হাতে গুলি লেগেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের সামনেই সিএএ বিরোধীদের দিকে পিস্তল উঁচিয়ে শাসাচ্ছিলেন এই গোপাল। বলছিলেন, “আজাদ চাই? আমি দেব আজাদি। এই নে আজাদি”, একথা বলেই শুরু হয় গুলি।
বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকীতে সিএএ বিরোধী মিছিল নিয়ে রাজঘাট অভিমুখে যাচ্ছিল জামিয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের একটি দল। আগে থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের বাধায় এগুতে না পেরে বেষ্টনীর সামনেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। সে সময়ই তাদের উপর চড়াও হন গোপাল।
পুলিশকে উপেক্ষা করে কীভাবে ওই যুবক এমন কাÐ ঘটাল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ কাÐ ঘটানোর আগে অভিযুক্ত ওই যুবক ফেইসবুক লাইভও করেছে বলে জানানো হয়েছে খবরে। হামলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ধৃতের পরিচয় নিয়ে হইচই শুরু হয়েছে। গোপালের ফেইসবুক প্রোফাইল অনুযায়ী, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের সঙ্গে ছবি আছে তার। গত মাসের ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। সেবার পুলিশের বিরুদ্ধে অতি তৎপরতার অভিযোগ উঠেছিল। এবার যুবকের গুলির ঘটনায় এরই মধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।