ভারতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, সংঘর্ষে নিহত ৬

7

 

ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় কেন্দ্রীয় এক মন্ত্রীর ছেলের গাড়ি প্রতিবাদরত দুই কৃষককে চাপা দেওয়ার পর সৃষ্ট সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। রোববার উত্তর প্রদেশের রাজধানী লখনৌর প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে লাখিমপুর খেরি জেলায় সহিংসতার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাড়ি চাপা পড়া ওই দুই কৃষক মারা গেছেন বলে প্রতিবাদরত অন্যান্যরা জানিয়েছেন। ওই গাড়িটি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বলে অভিযোগ তাদের। ঘটনার সময় তার ছেলে সেখানে ছিল না বলে দাবি করেছেন অজয় মিশ্র। তিনি বলেছেন, ‘দুবৃত্তরা’ গাড়িটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং লাঠি ও তালোয়ার নিয়ে আক্রমণ করায় ‘আমাদের চালক’ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কৃষকরা আঘাত পান।