ভারতের টি-টোয়েন্টিতে জাহানারা

48

গত বছর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুরু করেছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সেই ধারাবাহিকতায় এবারও হতে যাচ্ছে কুড়ি ওভারের লড়াই। এবারের প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন পেসার জাহানারা আলম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। মেয়েদের নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইচ্ছা আছে আইপিএল আয়োজনের। সেই লক্ষ্যেই গত বছর থেকে ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে ‘রিহার্সাল’ টুর্নামেন্ট শুরু করেছে। আইপিএলের আদলে চালু হওয়া এই প্রতিযোগিতায় আগের দুই দল- ট্রেইলবেøজারস ও সুপারনোভাসের সঙ্গে এবার যোগ করা হয়েছে ভোলোসিটিকে। নতুন এই দলটিতেই সুযোগ পেয়েছেন জাহানারা।
২ মে ভোলোসিটির ক্যাম্পে যোগ দিতে দেশ ছাড়বেন বাংলাদেশি পেসার। জাহানারার দলের ম্যাচ ৮ ও ৯ মে। তবে ভেলোসিটি ফাইনালে উঠলে তিনি আরও এক ম্যাচ খেলার সুযোগ পাবেন। আইপিএলের আদলে হওয়া এই প্রতিযোগিতায় সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত জাহানারা। নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘এমন একটি আসরে সুযোগ পাওয়া আমার জন্য দারুণ ব্যাপার। আমি কেবল অংশগ্রহণের জন্যই ওখানে যাচ্ছি না, আশা করি খেলার সুযোগও পাবো। এই ধরনের টুর্নামেন্টে অভিজ্ঞতা বিনিময় করা যায়। ধন্যবাদ বিসিবিকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড), ধন্যবাদ আয়োজকদের, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।’