ভারতের অস্ট্রেলিয়া বধ মাত্র আড়াই দিনেই

11

নিজেদের প্রথম ইনিংসে স্বল্প রানেই গুঁটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত গড়ে রানের পাহাড়। আর তাতে চাপা পড়ে নাগপুর টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় বাকি থাকতেই ইনিংস ব্যবধানে হারলো অজিরা। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারতীয় দল। মূলত ৪০০ রান সংগ্রহ করে প্রথম ইনিংসের পরই চালকের আসনে বসে যায় ভারত। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৭৭ রানে। ফলে ২২৩ রানের লিড পেয়ে যায় রোহিতবাহিনী। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯১ রানেই অলআউট হয়ে যায়। গতকাল তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন অজি ব্যাটাররা। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি খাজা-ওয়ার্নাররা। সর্বোচ্চ ২৫ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন ওয়ার্নার (১০), মার্নাস লাবুশেন (১৭) এবং অ্যালেক্স ক্যারি (১০)। ভারতের হয়ে ডানহাতি স্পিনার অশ্বিন একাই নিয়েছেন ৫ উইকেট।